বরিশালে শিক্ষকের মোটরসাইকেলে ছিনতাইয়ের চেষ্টা, যুবকের সাহসীকতায় রক্ষা
স্টাফ রিপোটার ।। বরিশাল নগরীর কাউনিয়ায় দিনদুপুরে ছিনতাইকালে ফয়সাল (২০) নামে এক তরুণকে হাতেনাতে আটক করেছে জনতা। এ সময় তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে কাউনিয়া থানার পুলিশ তাকে আটক করতে রাজি হননি।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল ৬ টার দিকে কাউনিয়া শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে সেলিম রেজা নামে এক শিক্ষক মোটরসাইকেল যোগে সদর উপজলার বায়লাখালিতে তার বিদ্যালয়ে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে কাউনিয়া শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে যাওয়ার সময় হঠাৎ এক ছিনতাইকারী শিক্ষক সেলিম রেজার উপর হামলা চালান। এ সময় তাকে লোহার রড দিয়ে আঘাত করতে চাইলে তা প্রতিহত করে স্থানী নুর হোসেন ইমন নামের এক সাহসী যুবক। পরর্বতীতে ইমন ছিনতাইকারী ফয়সালকে জাপটে ধরলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটকে ফেলে। তখন তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে কাউনিয়া থানার পুলিশ তাকে আটক করতে রাজি হননি।
ভুক্তভোগী সেলিম রেজা বলেন, আমি একজন স্কুল শিক্ষক। সকাল বেলা স্কুলের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে কাউনিয়া শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসলে এক ছিনতাইকারী নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পরিচয় দিয়ে আমার মোটরসাইকেলে হামলা চালিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ইমন নামের এক স্থানীয় যুবকের সাহসীকতায় রক্ষা পেয়েছি।
নুর হোসেন ইমন বলেন, আমাদের বাড়ির পাশেই শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। হঠাৎ করে চিৎকারের শব্দ শুনে বের হয়ে দেখি এক ছেলে একজনের মোটরসাইকেল ভাঙচুর করে সেটি ছিনতাইয়ের চেষ্টা করছে। আমি গিয়ে তাকে রক্ষার চেষ্টা করেছি। পরে ছিনতাইকারীকে থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে আটক করতে রাজি হয়নি।