চাকরির প্রলোভনে পড়ে নিঃস্ব পরিবার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দুধলমৌ গ্রামের খলিলুর রহমান হাওলাদার পরিবার চাকরির প্রলোভনে পড়ে নিঃস্ব হয়ে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
১২ আগস্ট দুপুর ২ টায় খলিলুর রহমান হাওলাদারের বড় ছেলে নূর মোহাম্মদ হাওলাদার তাদের নিজ বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, প্রতিবেশী নাসির উদ্দিনের কন্যা লাবনী আক্তার শেখ হাসিনা ক্যান্টনমেন্টে সিএমএস এ চাকরি করতেন। লাবনী আক্তার চাকরি দেয়ার নামে আমি সহ আমার ছোট ভাই মো: জুলহাসকে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার কথা বলে গত তিন মাস থেকে বিভিন্ন সময় আমার কাছ থেকে ও আমার বাবা মায়ের হাত থেকে ১০ লক্ষ টাকা নিয়েছে। টাকা নেয়ার পরে শুধু আশ্বাসী দিয়ে আসছে। টাকা নেওয়ার বিষয় নাসির উদ্দিন তার কন্যা লাবনী আক্তারের সাথেই ছিলেন। আমরা এখন চাকরির জন্য নাসির উদ্দিন ও তার কন্যা লাবনী আক্তার কে চাপ প্রয়োগ করলে লাবনী আক্তার তার ভাড়া বাসা ছেড়ে আত্মগোপনে চলে যায়। টাকার বিষয়ে নাসির উদ্দিনের কাছে গেলে তিনি আমাদেরকে বিভিন্ন রকম হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে আমরা বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমরা এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।