বরিশালে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি
প্রকাশক ও সম্পাদক ঃ নাঈম ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রী ঘোষণা দিয়েছে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়া শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা।
রোববার দুপুরে বরিশালের রূপাতলী বাস টার্মিনালে এই ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার। এসময় বাস টার্মিনাল এলাকা চাঁদাবাজ মুক্ত হিসেবে ঘোষণা করা হয়।
বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘গত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে তারা একচেটিয়া চাঁদাবাজি করে এই খাতের সুনাম নষ্ট করেছে।
‘আজ থেকে আমরা বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করলাম।’
এসময় তিনি বলেন, ‘যে টাকা আওয়ামী লীগের নেতাদের চাঁদা দেয়া হতো, সেই অর্থ এখন দেশ বিনির্মানে ব্যয় করা হবে।
‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন বাসগুলোতে ফ্রী সার্ভিস দেয়া হবে।
বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির আওতায় দক্ষিণাঞ্চলের ২২টি রুটে গণপরিবহন ৩ শতাধিক বাস চলাচল করে।