বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মোঃ আরিফের পাশে দাড়ালো “মির্জাগঞ্জ মানবতার ফেরিওয়ালা”
পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জ থানার ০১ নং মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের মোঃ হারুন হাওলাদার এর বড় ছেলে একমাত্র উপার্জন ছেলে বীর সন্তান মোঃ আরিফ হাওলাদার (ঢাকায় হকার ব্যবসা এবং পড়াশুনা করতো) গত ০৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ এ বিকাল আনুমানিক ০৪ টার সময় পায়ে ৪ টি গুলি লাগে। এখন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে বিছানায় যশয্যায় আছে। আজ তার পরিবারের সংসার চালানো,চিকিৎসার খরচ সব চালাতে পারছে না।
তাই আজ ০৮/০৯/২৪ তারিখ সকাল ০৯ টায় আমরা মির্জাগঞ্জ উপজেলার “মির্জাগঞ্জ মানবতার ফেরিওয়ালা” স্বেচ্ছাসেবক সংগঠন থেকে এক মাসের বাজার উপহার হিসাবে পাঠিয়েছে এবং আরিফকে দেখতে যায় একটি টিম তারা আরিফের খোজ খবর নেয়।
মির্জাগঞ্জ উপজেলার সকল বৃত্তবান ব্যক্তি,স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আাসার অনুরোধ করছেন মোঃ আরিফ হোসেনের পরিবার।