সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে নবাগত ইউএনও’র সাথে বিএনপি’র নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ কলাপাড়ায় ধান চুরির প্রতিবাদ করায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম  এই সরকারকে আ,লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে হবে – উজিরপুরে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুল ইসলাম উজিরপুরে চাঞ্চল্যকর জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামী পক্ষের মামলা, -প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উজিরপুরে তৌহিদুজ্জামান সোহাগের দূরদর্শীতায় চাঞ্চল্যকর জোরা খুনের রহস্য উন্মোচন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মোঃ আরিফের পাশে দাড়ালো “মির্জাগঞ্জ মানবতার ফেরিওয়ালা” বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপালের জঘন্য স্বৈরাচারীতা তরুণ সাংবাদিক শাকিল খান এর শুভ জন্মদিন আজ

পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে : সেনাপ্রধান

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৪১ বার পঠিত

পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী
নিয়োজিত করা হয়েছে : সেনাপ্রধান

বরিশালপত্র ডেক্সঃ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও ভিটিসি’র মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবসমূহকে না শোনার ও এড়িয়ে যাবার বিষয়ে সবাইকে উপদেশ দেন। বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারাদেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্বও সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু ৫ জন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে।
নির্বাহী আদেশ ছাড়া যেকোনো উসকানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সকল সেনাসদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বানও জানান।
সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ করে বলেন, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর